পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১৯:৩৪

প্রতীকী ছবি।
রাজশাহীর পুঠিয়ায় রবিউল ইসলাম (৩৫) নামের এক মানসিক রোগী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার (২৮ মার্চ) ভোররাতের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়নের বড় সেনভাগ গ্রামের ভোলা মন্ডলের ছেলে।
নিহতের প্রতিবেশী মোস্তাক আহম্মদ জানান, দীর্ঘদিন থেকে রবিউল মানসিক রোগে আক্রান্ত ছিল। সে মঙ্গলবার ভোররাতে পরিবারের লোকজনের অগোচরে ফাঁকা একটি ঘরে গলায় ফাঁস দেয়। সকালে তার বাড়ির লোকজন ফাঁস দেয়া দেখে থানায় খবর দেয়।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ওই ব্যাক্তি জীবিত অবস্থায় মানসিক রোগী ছিল। প্রাথমিক তদন্তে ও পরিবারে তথ্যমতে বিষয়টি আত্মহত্যা নমুনা পাওয়া যাচ্ছে। আর পরিবারের অনুরোধে লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।