শেরপুরে বৃদ্ধ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ২০:১৬

মৃতদের স্বজনদের আহাজারি। ছবি: প্রতিনিধি
শেরপুরে বৃদ্ধ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে বসতঘর থেকে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকিরগঞ্জ বাজারে ওই ঘটনা ঘটে। মৃতদের নাম- ছয়রা বেগম (৮০) ও তার স্বামী শামসুল হক (৮২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বাভাবিকভাবেই রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে যায়। সকাল পৌনে ৭টার তার নাতি ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের টিনের বেড়া ফাঁক করে দেখে- ছয়রা বেগম বিছানায় এবং শামসুল হক মেঝেতে পড়ে আছে। পরে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুবকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করেছি। তবে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটু ঝামেলা ছিলো। কয়েকদিন আগে রাগ করে বাবার বাড়ি চলে যায়। এছাড়াও তার একমাত্র ছেলে আমাদের জানিয়েছেন তার বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আমাদের একাধিক ইউনিট এই কাজ করছে।