Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে যৌন নির্যাতনের মামলায় কাউন্সিলর কারাগারে

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১৯:৩৭

নাটোরে যৌন নির্যাতনের মামলায় কাউন্সিলর কারাগারে

কাউন্সিলরের আবু বক্কর। ছবি: নাটোর প্রতিনিধি

নারী নির্যাতন মামলায় নাটোরের নলডাঙ্গা পৌরসভার এক কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই কাউন্সিলরের নাম আবু বক্কর। তিনি নলডাঙ্গা পৌরসভার ১-নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পূর্ব মাধনগর এলাকার বাসিন্দা।

নাটোর আদালতের ইন্সপেক্টর রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে নাটোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রিটার আদালতে আসামি আবু বক্কর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক জানান, উপূর্ব সোনাপাতিল এলাকায় ওই কাউন্সিলরের দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি। ভুক্তভোগী নারী তার শ্যালিকা। গত ১৮ মার্চ ওই নারীকে শ্বশুরবাড়িতে ডেকে যৌন নির্যাতন করেন। তার অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে কৌশলে পালিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে ঘটনা বলেন। পর দিন মামলা করেন ভুক্তভোগীর স্বামী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫