Logo
×

Follow Us

জেলার খবর

শ্যালিকার গোপন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিলেন দুলাভাই, অতঃপর

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ২০:১৭

শ্যালিকার গোপন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিলেন দুলাভাই, অতঃপর

শ্যালিকার গোপন ভিডিও ছেড়ে আটক পলাশ। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

শ্যালিকার গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুলাভাই পলাশ রংদারকে (২৪) আটক করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ ও সিপিসি-৩ এর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার (২৯মার্চ) বিকেল ৫টার দিকে সিপিসি-৩, র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া এলাকা থেকে পলাশ রংদারকে আটক করে। পলাশ রংদার দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের বেলদহ গ্রামের উপেন রংদারের ছেলে ও ভুক্তভোগীর বোন জামাই।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটক পলাশ রংদারের সাথে ভিকটিমের বোনের বিয়ে হয় ৮ বছর আগে। বিয়ের পর থেকেই পলাশ রংদার ভিকটিমকে অনৈতিক সম্পর্ক করার জন্য কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম তার প্রস্তাবে রাজি না হওয়ায় পলাশ রংদার ভিকটিমের উপর ক্ষিপ্ত হয় ও অনৈতিক সম্পর্ক করার জন্য সুযোগ খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত মাসের ২৮ তারিখে মোবাইল অ্যাপসের মাধ্যমে ভিকটিমের অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি এবং ভিডিও তৈরি করে ভিকটিমের বাবা ও অন্যান্য আত্মীয়-স্বজনের ইমু নাম্বারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। উক্ত ঘটনায় ভিকটিম হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে এ ঘটনার আইনগত প্রতিকার চেয়ে ভিকটিমের বাবা বুধবার (২৮ মার্চ) র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ-এ উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে র‌্যাব-৪ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন বলেন, আটক পলাশ রংদারের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫