গাইনি চিকিৎসক ডা. নিলুফারের সাইনবোর্ড কাণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ২১:২৯

অফিস টাইম ছাড়া তিনশ টাকা ভিজিট নিয়ে রোগী দেখেন ডা. নিলুফা ইয়াসমিন।
গত শনিবার স্থানীয় একটি সংবাদ মাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে তদন্ত করতে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন।
তিনি বলেন, ওই ঘটনায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আশরাফুল হককে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী সাতকার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। পরে এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ৩৯তম বিশেষ বিসিএসে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. নিলুফা ইয়াসমিন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত নতুন ভবনের নিচ তলায় একটি রুমে রোগী দেখেন তিনি। সেখানেই তিনি প্রতিদিন আগত রোগী দেখেন সরকারি নিয়ম অনুযায়ী।
কিন্তু তিনি অফিস টাইম ছাড়া দুপুর ২টার পর প্রাইভেট রোগীর ভিজিট তিনশ টাকা নিয়ে দেখেন এমন একটি ছোট পোস্টার চেম্বারেই লিখেছেন ‘ডা. নিলুফা ইয়াসমিন, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো প্রাইভেট রোগী দেখা হয় না।’
বিষয়টি তিনি স্বাভাবিকভাবেই নিলেও অনেকেই তা স্বাভাবিকভাবে নেয়নি। ফলে গত বৃহস্পতিবার একটি ঘটনা চক্রে উঠে আসে এই ভিজিটের সাইনবোর্ডের বিষয়টি। এরপরেই আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয় কয়েকজন বলছেন, এতোদিন পরে একজন গাইনি ডাক্তার এলেন। তিনি ভালোই ছিলেন। নারী রোগীরা ভালো চিকিৎসা পেতো, যা একজন পুরুষ ডাক্তারের কাছে পাওয়া যায় না। কিন্তু রোগী দেখার ভিজিট অনেক বেশি।
এ ব্যাপারে ডা. নিলুফা ইয়াসমিন বলেন, আমার কাছে আগত রোগীদের কাছ থেকে কোনো ফি বা ভিজিট নিই না। আর হাসপাতালে বসে কোনো রোগীর কাছ থেকে কোনো প্রকার ফি নেইনি। আমি চেয়েছিলাম এখানকার স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা দিতে। কিন্তু একটি মহল আমার প্রতিহিংসা পরায় হয়ে অপপ্রচার চালিয়ে আমার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও চিকিৎসা সেবাকে প্রশ্নবিদ্ধ করতেই বিভ্রান্ত করছে। যা আমি আশা করিনি। ভিজিট তিনশ টাকা লিখেছি, কেউ তো আর তা দেননি। এই এলাকার মানুষ তো গরীব, বিনা পয়সায় রোগী দেখি।
তিনি আরো বলেন, আগত বেশিরভাগ রোগী প্রাইভেটভাবে ভিজিট দিয়ে দেখাতে চায়। আমি এই প্রবণতা থেকে বের করতে ও বোঝাতে চেয়েছিলাম সরকারি অফিস টাইমে যে চিকিৎসা দেয়া হয় ও সরকারি ওষুধ দেয়া হয়, তা ভিজিট দিয়ে দেখার সমান। আর অফিস টাইমে যাতে কেউ ভিজিট দিয়ে দেখাতে না চায় তার জন্যই এই সাইনবোর্ড। সাইনবোর্ডটা নাম মাত্র। আমি সবাইকে বোঝাতে ব্যর্থ হয়েছি।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে কোনো প্রাইভেট রোগী দেখে ফি নেয়া হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে- এ বিষয়ে ডা. নিলুফাকে সতর্ক করে দেয়া হয়েছে।