হিমছড়ি পুলিশ ফাঁড়ি। ছবি: সংগৃহীত
কক্সবাজারের মেরিন ড্রাইভের হিমছড়ি চেকপোস্টে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট এবং বিদেশি সাবানসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।
গতকাল রবিবার (২ এপ্রিল) রাত ৮টার সময় টেকনাফ থেকে একটি পিকআপযোগে এই অবৈধ সিগারেট ও বিদেশি সাবান গুলো কক্সবাজার শহরের উদ্দেশ্যে পাচারকালে হিমছড়ি পুলিশ ফাঁড়ি তা জব্দ করে।
এসময় পিকআপের ড্রাইভার ও হেলপার পালিয়ে যান। পলাতকরা হলেন- উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে পশ্চিম ধুরুংখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আবছার ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ ফেরদৌস।
বিষয়টি নিশ্চিত করেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়।
তিনি জানান, চেকপোস্ট কক্সবাজারগামী পিকআপ গাড়িটি সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি করলে একপর্যায়ে বিদেশি সিগারেট ও সাবান বহনকারী পিকআপ গাড়ির চালক ও হেলপার পালিয়ে যান।
পরে জব্দকৃত সিগারেট ও বিদেশি সাবান গুলো উদ্ধার করে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়।
তিনি আরও জানান, পলাতক আবছার ও ফেরদৌসকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।