Logo
×

Follow Us

জেলার খবর

গাইবান্ধায় গরুসহ চোর চক্রের ৪ সদস্য আটক

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১৭:০৬

গাইবান্ধায় গরুসহ চোর চক্রের ৪ সদস্য আটক

আটককৃত চোর চক্রের সদস্যরা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় গরুচোর দলের সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় গাইবান্ধা সদর থানায় পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি  গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন।

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গাইবান্ধা সদর থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার্থে এক গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে অভিযান পরিচালনা করে রেজাউল শেখ ও তার ভাতিজা আব্দুল মজিদের গোয়াল ঘর থেকে বিভিন্ন রকমের ৪টি গরুসহ চার গরুচোর দলের সদস্যকে আটক করা হয়েছে। এসময় চোরাই গরু বহনের জন্য ব্যবহৃত একটি ড্রাম ট্রাক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মো. সাজ্জাদুল ইসলাম (২৩), রাজশাহী জেলার বিজয় ইসলাম পিচ্চি বাবু (১৯), রেজাউল শেখ (৪০), গাইবান্ধা সদর উপজেলার আব্দুল মজিদ (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, সংঘবদ্ধ এই চোর চক্র গরুগুলোকে অজ্ঞান করে ত্রিপল দিয়ে ঢেকে পণ্যবাহী ট্রাকের মতো সাজিয়ে পাচার করেন। আটককৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, সদর থানার  ইন্সপেক্টর (তদন্ত) ওয়াহেদ আলী প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫