Logo
×

Follow Us

জেলার খবর

কেমিক্যাল মিশিয়ে সেমাই তৈরি, ফ্যাক্টরিকে জরিমানা

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১৯:৫৭

কেমিক্যাল মিশিয়ে সেমাই তৈরি, ফ্যাক্টরিকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, কেমিক্যাল ব্যবহার ও প্যাকেটের গায়ে মূল্য না থাকায় চাক্তাইয়ের নয়া মসজিদ এলাকার ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্যা তালিকা না থাকায় দুই গরুর মাংস ব্যবসায়ীকেও জরিমানা করা হয়।

আজ বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার ও প্যাকেটের গায়ে মূল্য না থাকায় ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছি। পাশাপাশি মূল্যতালিকা না থাকায় চাক্তাইয়ের তুলাতলি এলাকার আল জাহমিয়া স্টোরকে ২ হাজার ও এরশাদের মাংসের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫