Logo
×

Follow Us

জেলার খবর

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১৪:০২

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

যুবলীগ কর্মীকে হত্যায় স্বজনদের আর্তনাদ। ছবি: ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন (৪২) ওরফে কানপচা সুমনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর শহরের তমালপট্টি মোড়ে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত  আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাসেল ঢালী সুমনকে মৃ ঘোষণা করেন।

নিহত সুমন পৌর এলাকার শীতলপাড়া গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আতাউর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুর্বৃত্তদের ধরতে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫