যুবলীগ কর্মীকে হত্যায় স্বজনদের আর্তনাদ। ছবি: ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন (৪২) ওরফে কানপচা সুমনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর শহরের তমালপট্টি মোড়ে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাসেল ঢালী সুমনকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন পৌর এলাকার শীতলপাড়া গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আতাউর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুর্বৃত্তদের ধরতে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।