Logo
×

Follow Us

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির হামলায় পুলিশের উপ-পরিদর্শক আহত

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১৪:২৪

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির হামলায় পুলিশের উপ-পরিদর্শক আহত

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক গুরুত্বর আহত হয়েছেন। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, বুধবার রাতে শহরের উত্তর মৌড়াইল এলাকার আনু মিয়ার ছেলে ইয়াছিন। সে মাদক, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলার আসামি। ইয়াছিনকে গ্রেপ্তার করতে রেলস্টেশনে অভিযান চালানো হয়। এসময় স্টেশনের পাশে একটি চায়ের দোকানে অভিযান চালালে ইয়াছিন তার হাতে থাকা চায়ের কাপ গিয়ে উপ-পরিদর্শক সাইফুলকে মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। 

তিনি আরও জানান, বর্তমানে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা রয়েছে। পলাতক ইয়াছিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫