Logo
×

Follow Us

জেলার খবর

ভাই-ভাবির অন্তরঙ্গ মুহূর্তে ‘বিরক্ত’ করায় খুন হয় শিশু সৌরভ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ২০:৩০

ভাই-ভাবির অন্তরঙ্গ মুহূর্তে ‘বিরক্ত’ করায় খুন হয় শিশু সৌরভ

গ্রেপ্তারের পর সৎ ভাই সানি (১৯) ও তার স্ত্রী আয়শা আক্তার (১৮) এবং শাশুড়ি শিল্পী বেগম (৩৫)।

নারায়ণগঞ্জের বন্দরে শিশু সৌরভের (৭) মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ও হত্যাকারীদের নাম প্রকাশ করেছে পুলিশ। নিহতের সৎ ভাই সানি, ভাবি আয়শা আক্তার ও সানির শাশুড়ি শিল্পী বেগম মিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী শ্বাসরোধে হত্যা করেন সৌরভকে।

সাত মাস আগে সৌরভের সৎ ভাই সানি প্রেম করে আয়শা আক্তারকে বিয়ে করেন। এর পর থেকে শিশু সৌরভ দিনে-রাতে বিভিন্ন সময়, বিশেষ করে ভাই-ভাবির অন্তরঙ্গ মুহূর্তের বিরক্ত করতো ও তাদের সাথে দুষ্টুমি করতো।

বিষয়টি সানি তারা শাশুড়িকে জানান। পরবর্তীতে সানি, তার স্ত্রী ও শাশুড়ী মিলে সৌরভকে হত্যার পরিকল্পনা করেন এবং শিশুটিকে শাশুড়ির বাড়িতে নিয়ে খুন করেন। এরপর লাশ গুম করে রাখা হয় খাটের নিচে।

এ ঘটনায় পুলিশ নিহতের সৎ ভাই সানি (১৯) ও তার স্ত্রী আয়শা আক্তার (১৮) ও তার শাশুড়ি শিল্পী বেগমকে (৩৫) আটক করেছে।

আজ শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা এ তথ্য জানান।

চাইলাউ মারমা জানান, ৬ এপ্রিল দুপুর ১ টায় বন্দরের কুড়িপাড়া এলাকা থেকে শিশু সৌরভের লাশ উদ্ধার করা হয়। নিহতের বিষয়টি সন্দেহজনক মনে হলে তদন্তে নামে পুলিশ। এ ছাড়া পরিবার সদস্যদের পক্ষ থেকেও অভিযোগ করা হচ্ছিল। পরে সন্দেহভাজন হিসেবে নিহতের সৎ ভাই সানি সহ তার শ্বশুর বাড়ির ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সানি, তার স্ত্রী আয়শা ও শাশুড়ী শিল্পী হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তিনি বলেন, ৪ এপ্রিল সকাল ১০টার দিকে শিশু সৌরভ নিখোঁজ হয়। তার বাবা সালাউদ্দিন মিয়া অটোরিকশা চালক। তার মা কুলসুম বেগম ঝুট বাছাইয়ের কাজ করেন। তিনি দুপুরে বাড়ি ফিরে শিশু সৌরভকে খোঁজাখুঁজি করে পাননি। এ বিষয়ে তার বড় ছেলে সানি ও ছেলের বউ আয়শাকে জিজ্ঞাসা করলে তারা সৌরভের বিষয় কিছু জানেন না বলে এড়িয়ে যান। পরে কুলসুম বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় থানায় জিডি করেন। সৌরভের মায়ের আগের সংসারের সন্তান অভিযুক্ত সানি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫