Logo
×

Follow Us

জেলার খবর

দৃষ্টি প্রতিবন্ধী আকমলের পাশে জাহেদী ফাউন্ডেশন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ২১:১২

দৃষ্টি প্রতিবন্ধী আকমলের পাশে জাহেদী ফাউন্ডেশন

হুইলচেয়ার বিতরণ করছেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

দৃষ্টি প্রতিবন্ধী আকমল হোসেনের পাশে দাঁড়িয়েছে জাহেদী ফাউন্ডেশন। আজ শুক্রবার (৭ এপ্রিল) এ দৃষ্টি প্রতিবন্ধীকে নিজ হাতে একটি হুইলচেয়ার তুলে দেন ঝিনাইদহ পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

তিনি প্রতিবন্ধীর বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাচারীতলা গ্রামে এ উপহার প্রদান করেন।

এসময় জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, আমাদের প্রতিষ্ঠানটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি জেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।

তিনি আরো বলেন, মানুষের ভালোবাসাই আমাদের অর্জন। কে কত টাকা বা কত টাকার কি পেল সেটা বড় কথা না। তার যে দীর্ঘমেয়াদী উপকার হচ্ছে সেটাই বড় কথা। আমাদের জন্য দোয়া করবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫