Logo
×

Follow Us

জেলার খবর

মেলান্দহে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১১:৪২

মেলান্দহে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনা কবলিত পিকআপ। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার (৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার বেতমারী ঈদগাহ্ মাঠ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদরের বিয়ারু গ্রামের আবুল করিমের ছেলে শাহ্ আলম (৩৫), চঞ্চল (৩২) ও পিকআপের চালক কাজল। এরমধ্যে চঞ্চল ও কাজলের নাম ছাড়া অন্য পরিচয় মেলেনি। তবে নিহতরা প্রত্যেকেই গ্রামীণব্যাংক জামালপুর টিউবওয়েলপাড় শাখায় কর্মরত বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় পিকআপটি ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায়। পুলিশ পিকআপ ও ট্রাকটি জব্দ করেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

ঠিকানাহীন দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও ওসি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫