Logo
×

Follow Us

জেলার খবর

ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১৮:৫০

ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে

কারাগারে বিএনপির ৭ নেতাকর্মী। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মণ্ডলসহ সাতজনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

বিএনপির পদযাত্রা কর্মসূচি ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে গত ১১ ফেব্রুয়ারি ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আসামিরা আদালতে উপস্থিত হয়ে আজ রবিবার (৯ এপ্রিল) দুপুরে জামিন আবেদন করেন। পরে জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান।

আসামিরা হলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, ওই ইউনিয়নের মৃত হায়দার আলীর ছেলে ওহাব মন্ডল, হুজুর আলীর ছেলে আব্দুর রহিম, আব্দুস সোবহানের ছেলে আশরাফুল ইসলাম, আলতাফ হোসেনের ছেলে সোহাগ মিয়া, রফিকুল ইসলামের ছেলে মো. সুজন ও আলতাফ হোসেনের ছেলে মো. সোহেল।

এসময় আদালতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

উল্লেখ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিকলীগ নেতা রাকিবুল হাসানের দায়ের করা এ মামলায় এজাহার নামীয় ১৯ জনসহ অজ্ঞাত আরো ১০/১২ জন আসামি ছিলেন। আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫