
ঝিনাইদহ জেলার মানচিত্র। ফাইল ছবি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ইঞ্জিন চালিত ভ্যান উল্টে এর চালক নাজিমুদ্দীন (৪৫) নিহত হয়েছেন। গতকাল রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভবানিপুর পুলিশ ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিমুদ্দীন জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের করিম উদ্দীনের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ জানান, নাজিমুদ্দীন কাঠের খড়ি নিয়ে ভ্যান চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। ভবানিপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন কুমার নদের ব্রীজের উপরে উঠতে গিয়ে হঠাৎ ভ্যান পিছিয়ে গিয়ে উল্টে নদীতে পড়েন।
তিনি আরও জানান, এসময় তিনি ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি নাজিম উদ্দীনের মৃত্যুর কথা নিশ্চিত করেন।