Logo
×

Follow Us

জেলার খবর

চার গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১৪:২৯

চার গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো

পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ছবি: প্রতিনিধি

পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রাম ও নলডাঙ্গা গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে হান্ডিয়ালের কাটা নদী। নদীর দুই পাড়ে চারটি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা নিজেদের তৈরি বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমে ডিঙি নৌকা। এলাকাবাসীর এই দুর্ভোগ লাঘবে নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি।

হান্ডিয়াল ইউনিয়নের স্থল, নলডাঙ্গা, চর এনায়েতপুর ও মিলনচর এই চার গ্রামের প্রায় ১০ হাজার মানুষের ভরসা একটি বাঁশের সাঁকো। এ সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুশিক্ষার্থীসহ নানান বয়সের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

জরুরি কোনো রোগীকে হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকার কৃষকের উৎপাদিত ফসল পারাপারসহ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় বলে দাবি কৃষক আনোয়ারের। 

নদী পাড়ে অবস্থিত নলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, নদীর উপর একটি ব্রিজ দরকার। এই ব্রিজ না থাকায় শিশু শিক্ষার্থীসহ এলাকাবাসীকে দীর্ঘদিন যাবৎ ভোগান্তি পোহাতে হচ্ছে। বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড় হতে হয় তাদের। 

এ বিষয়ে হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রবিউল করিম বলেন, এলাকাবাসীর স্বার্থে ওই স্থানে একটি ব্রিজ নির্মাণ খুবই জরুরি। ব্রিজটি নির্মাণ হলে এলাকার উন্নয়ন হবে। স্থানীয় সংসদ সদস্যের কাছে বারবার বলেছি, আশ্বাস ছাড়া কিছুই পাইনি। 

এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সুলতান মাহমুদ জানান, স্থল নদী ঘাটে ব্রিজ প্রয়োজন বিষয়টি জানতে পারলাম। এলাকা পরিদর্শন করে প্রয়োজনে সেখানে একটি ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫