১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১৭:৪৮

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমিরুল ইসলাম সুজন। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমিরুল ইসলাম সুজন (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। যাবজ্জীবন সাজা এড়াতে ১৮ বছর পালিয়েছিলেন সুজন।
গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম সুজন মহানগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (১২ এপ্রিল) মধ্যরাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪ সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ২০০৫ সালের ১১ মে ৪৮ গ্রাম হেরোইনসহ মহানগরীর সানকিপাড়া এলাকা থেকে আমিরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ওই মামলায় জামিন পেয়ে সুমন দীর্ঘ ১৮ বছর পলাতক ছিলেন।
তিনি আরো বলেন, ওই মামলায় আমিরুল ইসলাম সুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা করে আদালত।
গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।