Logo
×

Follow Us

জেলার খবর

পঞ্চগড়ে অবৈধভাবে মজুদ রাখা ২৬৩ বস্তা সার জব্দ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ২০:৫৬

পঞ্চগড়ে অবৈধভাবে মজুদ রাখা ২৬৩ বস্তা সার জব্দ

অবৈধভাবে মজুদ রাখা সার। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে সার মজুত করে রাখার ঘটনায় ২৬৩ বস্তা সার জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের এক বাড়ি থেকে মেসার্স রুম্পা ট্রেডার্সের রাখা সারের বস্তাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় বিসিআইসির ডিলার মোস্তাফা জামান রাজুকে আটক করা হয়েছে।

জানা যায়, মেসার্স রুম্পা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোস্তফা জামান রাজু বাজারে সারের দাম বৃদ্ধির লক্ষে অবৈধভাবে দুটি স্থানে ২৬৩ বস্তা ডিএপি সার মজুদ করে রেখেছিলেন। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে বুড়াবুড়ি সরকারপাড়া এলাকার ফয়জুল হকের বাড়ি থেকে ১৭৩টি বস্তা ও মোস্তফা জামান রাজুর চা বাগানের একটি ঘর থেকে মজুদ রাখা ৯০ বস্তা সার উদ্ধার করে জব্দ তালিকা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন প্রমুখ।

সারের ডিলার মোস্তফা জামান রাজু বলেন, বুড়াবুড়ি বাজারে গোডাউন না পাওয়ায় এখানে সার রাখতে হয়েছে। এসব বিষয়ে কোন আইন জানা না থাকায় এভাবে রেখেছিলাম। তাই আমাকে ক্ষতিগ্রস্ত না করে সারগুলো পূর্বের দামে বিক্রি করে দেওয়ার অনুরোধ জানালেও অনুমতি মেলেনি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, সার জব্দের ঘটনায় বিসিআইসির ডিলার মেসার্স রুম্পা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোস্তফা জামান রাজুকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলমান। 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫