Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:৩৬

ঝিনাইদহে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সকাল থেকেই তাপমাত্রার পারদ উঠতে শুরু করায় চরম বিপাকে পড়েছেন সব শ্রেণির মানুষ। জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও অত্যাধিক তাপের কারণে বেশি সময় বাইরে থাকা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সাধারণ মানুষ।

এ দিকে গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) জুম্মার নামাজের পর বৃষ্টির আশায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন গ্রামবাসী। ঈশ্বরবা গ্রামের মাঠে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে ঈশ্বরবা গ্রামের প্রায় ২০০ মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরবা জামতলা জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।

এ বিষয়ে ইমাম সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫