Logo
×

Follow Us

জেলার খবর

গাজীপুরে ডিজিটাল ভুমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১৪:৫১

গাজীপুরে ডিজিটাল ভুমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা

ডি‌জিটাল ভু‌মি জ‌রিপ বিষয়ক মত বি‌নি‌ময় সভা। ছবি: গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের দ‌ক্ষিণ পা‌নিশাইল, সারা‌বো, ভিকনপুর ও দ‌ক্ষিণ লস্করচালা মৌজার ডি‌জিটাল ভু‌মি জ‌রিপ বিষয়ক মত বি‌নি‌ময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 

গতকাল শনিবার (১৫ এপ্রিল) সকা‌লে দ‌ক্ষিণ পা‌নিশাইল আজীরন্নেছা উচ্চ বিদ‌্যালয় বালুর মাঠ এলাকায় এ মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।  

সভায় ঢাকা অঞ্চ‌লের জোনাল সে‌টেল‌মেন্ট কর্মকর্তা আশরাফ হো‌সেন, সহকারী কমিশনার ভুমি টঙ্গী সার্কেল তামান্না রহমান জ্যোতি, সহকারী সে‌টেল‌মেন্ট কর্মকর্তা আলী আক্কাছ, মাহবুবুর রহমানসহ স্থানীরা উ‌পস্থিত ছি‌লেন।

সভায় স্বচ্ছতার বিভিত্তে জরিপ কর্মকর্তারা সকলের জমির সঠিক মালিকানা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এতে ভুমি মালিকদের কোনপ্রকার হয়রানীর শিকার হতে হবে না বলে জানিয়েছেন বক্তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫