
প্রতীকী ছবি
পাবনার বেড়ায় হাসান আলী (৪০) নামে এক শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৬ এপ্রিল) সকালে বেড়া পৌর এলাকার সরকারি বিবি পাইলট হাই স্কুলের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসান বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার এন্তাজ আলীর ছেলে।
এ বিষয়ে নিহতের ভাই হেলাল হোসেন জানান, হাসান রাজমিস্ত্রীর সহকারী শ্রমিকের কাজ করত। তাকে কি কারণে মারছে বুঝতে পারছি না।
বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, এলাকাবাসীদের দেয়া সংবাদের ভিত্তিতে সকালেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা নিশ্চিত করেছে দুষ্কৃতকারীরা। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে পুলিশের ধারণা রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা তাকে সেখানে নিয়ে হত্যার ঘটনাটি ঘটিয়েছে।
এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, পরিবারের দেয়া বিভিন্ন তথ্যের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছি। মামলা প্রক্রিয়াধীন তবে দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হবে বলেও জানান তিনি।