Logo
×

Follow Us

জেলার খবর

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১৭:৩২

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলু। ছবি: পাবনা প্রতিনিধি

দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদ দেয়া ও নিজ দলের নারী কর্মীদের পদ দেয়ার কথা বলে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলুর বিরুদ্ধে। এ ঘটনায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

গত কয়েকদিন সোশ্যাল মিডিয়াসহ মানুষের হাতে হাতে এসব পদ বাণিজ্যের আর্থিক লেন-দেনের ভিডিও ও অডিও ক্লিপ পৌঁছে গেছে। ফলে স্বেচ্ছাসেবক লীগের পাবনা জেলার সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

এছাড়াও একাধিক অভিযোগে ও মোবাইলে কথোপকথনে তথ্যে জানা গেছে, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য বিলুপ্ত হওয়া আহবায়ক কমিটির এসএম আব্দুল মান্নান মাস্টার সভাপতির পদ পেতে জেলা সভাপতি ডাবলুকে ৫ লাখ টাকা প্রদান করেন।

তিনি আরো অভিযোগ করে বলেন, ১০ লাখ টাকার বিনিময়ে চাটমোহর উপজেলা সভাপতি মনিরুল ইসলাম মনিরকে সভাপতি করে কমিটি ঘোষণা দেয়া হয়।

এদিকে ছাইকোলা ইউনিয়নের বিদ্যুৎ নামে একজনের কাছ থেকে সভাপতি পদ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা ও রাজু আহমেদের কাছ থেকে ৬০ হাজার টাকা গ্রহণের অভিযোগও রয়েছে আহমেদ শরিফ ডাবলুর বিরুদ্ধে।

চাটমোহর এলাকার অনেকের সাথে কথা বলে জানা যায়, আর্থিক লেন-দেনের অভিযোগে পাবনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলুকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি শোকজ করেছে।

এ বিষয়ে মোবাইলে সকল অভিযোগের সত্যতা জানতে আহমেদ শরিফ ডাবলুকে ফোন দিলে তিনি বলেন, আমি টাকা নিয়েছি এটা সত্য, তবে টাকাগুলো হাওলাত নিয়েছি, আমার নামে থাকা অগ্রণী ব্যাংকের ঋণ পরিশোধের জন্য।

নারী কর্মীকে শ্লীলতাহানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে আমার পতিপক্ষরা ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে। এগুলো সব মিথ্যা। আমার রাজনীতির মাঠে কোন বদনাম নেই।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজি মেজবাউল হোসেন সাচ্চুর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আমাদের কাছে অভিযোগ এসেছে, সেটা আমার খতিয়ে দেখে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরো জানান, এসএম আব্দুল মান্নান মাস্টারসহ আরো কয়েকজন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ প্রদান করেছেন। আব্দুল মান্নান মাস্টার চাটমোহর উপজেলার পৌর দোলন গ্রামের মৃত তজিম উদ্দিন সরকারের ছেলে। নেতা-কর্মীরা দ্রুত ঘটনা তদন্ত করে সভাপতি আহমেদ শরিফ ডাবলুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ও চাটমোহর কমিটি বিলুপ্ত করে নতুন করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের আহবান জানান অনেকেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫