Logo
×

Follow Us

জেলার খবর

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে বরখাস্ত

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১৯:০৯

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে বরখাস্ত

ভাউলাগঞ্জ দারুচ্ছালাম নেছারিয়া আলিম মাদ্রাসা। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। সেই সাথে অধিকতর তদন্তের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আলোচিত এই ঘটনাটি ঘটে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ দারুচ্ছালাম নেছারিয়া আলিম মাদ্রাসায়। শনিবার (১৫ এপ্রিল) দশম শ্রেণির ভুক্তভোগী দুই ছাত্রী লিখিত অভিযোগ দেন মাদ্রাসার অধ্যক্ষের নিকট শিক্ষক ফজলে রাব্বী প্রধানের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষক পার্শ্ববর্তী বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া এলাকার আব্দুল লতিফ প্রধানের ছেলে। তিনি ওই মাদ্রাসার বিজ্ঞান বিভাগে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার (১২ এপ্রিল) ফজলে রাব্বী প্রধান তার ছেলের জন্মদিনের দাওয়াতের কথা বলে ওই ছাত্রীদের সাকোয়ায় নিজ বাসায় ডেকে নেন। পরে ওই ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দেন ফজলে রাব্বী প্রধান। ভুক্তভোগী ছাত্রীরা তাৎক্ষণিক মুঠোফোনে বিষয়টি তার পরিবারকে জানায়। পরদিন বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৭টায় পরিবারের সদস্যরা ওই ছাত্রীদের সাকোয়া থেকে বাসায় ফিরিয়ে আনেন।

ভুক্তভোগী ছাত্রীরা আরো অভিযোগ করেন, ইতিপূর্বে ফজলে রাব্বী প্রধান বিভিন্ন সময় ওই ছাত্রীর শরীরে ও স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন এবং এই পরিস্থিতির সম্মুখীন আরো অনেক ছাত্রী হয়েছেন বলেও অভিযোগ করেন।

মাদ্রাসার অধ্যক্ষ আজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ওই শিক্ষককে তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছি। একই সাথে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফজলে রাব্বী প্রধান এই বিষয়ে মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। আমি শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেই তাদের আমার বাসায় আমন্ত্রণ জানিয়েছিলাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫