Logo
×

Follow Us

জেলার খবর

কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৯:৩৫

কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

কালীগঞ্জ থানা। ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। গতকাল রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত জেরে মালীয়াট ইউনিয়ন বেথুলী গ্রামে আজীম হোসেনকে (৩৫)  তার চাচাতো ভাই মেহেদী হাসান তুফান কুপিয়ে হত্যা করেছেন।

আজীম ওই গ্রামের আব্দুর রমজানের ছেলে। তিনি পেশায় মাইক্রোচালক ছিলেন। মেহেদী নিলুফা ইয়াসমিনের ছেলে। 

প্রাথমিকভাবে জানা গেছে, রবিবার সন্ধ্যায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মেহেদী তার আপন চাচাতো ভাই আজীমকে ধারালো হাসুয়া দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। পরে তাকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানা ওসি আব্দুর রহিম মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুব দ্রুতই তদন্ত সাপক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫