মাদারীপুর পৌরসভায় ৪৬০০ পরিবারকে খাদ্যশস্য বিতরণ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১৪:৩৭

চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। ছবি: মাদারীপুর প্রতিনিধি
২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের ন্যায় মাদারীপুরে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ এপ্রিল) সকালে মাদারীপুর পৌরসভার অফিস কক্ষের সামনে ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬০০ ভিজিএম এর কার্ডধারীদের খাদ্যশস্য বিতরণ করেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।
বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ। এ সময় পৌরসভার কাউন্সিলররা উপস্থিত থেকে নিজ নিজ ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারীদের এ খাদ্যশস্য বিতরণ করেন।