লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ১৭:৫২
লালমনিরহাট কমিউটার-৩ ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়। ছবি: লালমনিরহাট প্রতিনিধি
রংপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে লালমনিরহাট কমিউটার-৩ ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়েছে। যাত্রী নিয়ে বাকি ট্রেন লালমনিরহাটে পৌঁছালেও সারাদেশের সাথে বন্ধ হয়ে পড়েছে রেল যোগাযোগ।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মহেন্দ্রনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, যাত্রীবাহী ট্রেনটি রংপুর থেকে সকাল ১১টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি আসলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এসময় কোন যাত্রী আহত না হলেও রেললাইন বাঁকা হয়ে পরে ও ট্রেনের দরজা ভেঙ্গে যায়। লাইনচ্যুত হওয়ায় লালমনিরহাটের সাথে রংপুর -কুড়িগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
পরে শেষের বগি রেখে বাকি ট্রেনটি যাত্রীদের নিয়ে নিরাপদে লালমনিরহাট স্টেশনে পৌঁছায়।
রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। তবে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত লাইনচ্যুত বগি রেল লাইনে উঠানো সম্ভব হয়নি। ফলে যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক হয়নি।
লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম বলেন, কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন নিয়ে আসা হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। খুব দ্রুতই যোগাযোগ স্বাভাবিক করতে চেষ্টা চলছে।