
প্রতীকী ছবি
বাঁশের আঘাতে সালেহ আহমেদ (৬০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। নিহত সালেহ আহমেদ নালিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। অভিযুক্ত শাহীনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া খালে এ ঘটনা ঘটে।
নিহতের ভাইপো জুয়েল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সালেহ আহমেদ নালিয়া খালে মাছ ধরতে যান। এসময় পাশের দাইতলা গ্রামের মনসুর আলী ছেলে শাহীনের সাথে দ্বন্দ্ব হয়। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহীন ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে সালেহ আহমেদের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছু সময় পর তিনি মারা যান।
হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসক আবু মুসা জানান, সালেহ আহমেদকে বেলা ১১টা ৩০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা পেটে রক্ত বের হচ্ছিলো। ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে ওঠানোর পর তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। এসময় চিকিৎসার জন্য ফের তাকে ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আবু সালেহ মারা যান। মাথায় প্রচণ্ড আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) বেলাল হোসাইন জানান, মাছ ধরা নিয়ে দ্বন্দ্বের জেরে শাহীন নামে এক যুবক ক্ষুব্ধ হয়ে বৃদ্ধ সালেহ আহমেদের মাথার পিছনের অংশে বাঁশ দিয়ে আঘাত করেন। হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনায় জড়িত শাহীনকে চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেছে। মামলা হওয়ার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।