ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহে নাসের শাহরিয়ার জাহেদীর নামাজ আদায়

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১৫:০৭

ঈদগাহে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি: প্রতিনিধি
ঝিনাইদহে কেন্দ্রীয় ঈদগাহে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঈদের নামাজ আদায় করেছেন ।
গতকাল শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঝিনাইদহ উজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিনি এ নামাজ আদায় করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ আপামর জনসাধারণ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ঈদের আনন্দ অসহায়দের সাথে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই মূল আনন্দ রয়েছে।
পৌর মেয়র ও ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, আমরা চেষ্টা করেছি ঈদগাহের উন্নয়নের। ভবিষ্যতে আরো উন্নতি হবে ইনশাআল্লাহ।
জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেন, ঈদ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আমরা প্রত্যেকে সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপন করবো সকলের কাছে এটা আমার অনুরোধ।
নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ সাইদুর রহমান। এসময় বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ঝিনাইদহের ৬টি উপজেলায় এ বছর ৪ শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।