মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১৭:১১

নীলফামারী জেলার মানচিত্র। ফাইল ছবি
নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাফি ইসলাম (২২) ও রিপন ইসলাম (২০) নামে দুইজন নিহত হয়েছেন।
আজ সোমবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে ডিমলার ডাংঙ্গার হাট শহিদ মিনার সংগলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডাংঙ্গার হাট এলাকার বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম, একই এলাকার বাচ্ছু মিয়ার ছেলে রাফি ইসলাম।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, ঈদের খুশিতে দুইবন্ধু ঘুরতে যান। গোমনাতি থেকে ফেরার পথে ইজিবাইককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডিমলা থানা অফিসার ইনচার্চ লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে, কতৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।