Logo
×

Follow Us

জেলার খবর

নড়াইলে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১৫:৫৪

নড়াইলে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত

নড়াইল জেলার মানচিত্র। ফাইল ছবি

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের চন্ডিবরপুর ইউনিয়নের ধুড়িয়া গ্রামে বাবা ও ছেলের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রতিপক্ষরা ভুক্তভোগীদের বাড়িতে এ হামলা চালায়। আহত বাবা মাহবুব শেখ (৬৫) ও তার ছেলে আব্দুল্লাহকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ভুক্তভোগী বাবা-ছেলে জানান, দীর্ঘদিন ধরে জমিজামা ভাগাভাগি নিয়ে ধুড়িয়া গ্রামের মাহবুব শেখের সঙ্গে প্রতিপক্ষ ইমরান, মাসুদ, ওয়ালিদ ও মিরান শেখের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আজ সকালে মাহবুব বাড়ির নারকেল গাছ থেকে ডাব পাড়তে গেলে ইমরান শেখসহ অন্যরা বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে মাহবুব ও তার ছেলে আব্দুল্লাহর ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান ইমরান, মাসুদ, ওয়ালিদ ও মিরান শেখ।

স্থানীয়রা আহত মাহবুব শেখ ও তার ছেলে আব্দুল্লাহকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মাহবুব শেখ জানান, এর আগেও তাকে ধারালো দা দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষরা। কয়েকবার মারধরও করেছে। গ্রাম্য সালিশ করেও কোনো সমাধান হয়নি। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।

এ ঘটনায় অভিযুক্ত ইমরান শেখের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া গেছে। অভিযুক্ত মিরান শেখকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক শামীমুর রহমান বলেন, আহত মাহবুবের শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর আব্দুল্লাহর শরীরে মারধরের আঘাত রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নড়াইল থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫