
রংপুরের কাউনিয়া উপজেলায় শ্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সোনা মিয়া নামে এক কর্মী নিহত হয়েছেন।
সোনা মিয়া হারাগাছের নজিরদহ নয়াটারী এলাকার আব্দুল খালেকের ছেলে এবং কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
গতকাল সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খানসামারহাটের ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হারাগাছে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাকের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রাতে আবারও দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে ঘটনাস্থলে আনোয়ারুল ইসলাম মায়ার কর্মী সোনা মিয়া নিহত হন । এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সুলতানা রাজিয়া।
এসময় তিনি বলেন, এই মুহুর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আপরাধী যেই হউক না কেন এ বিষয়ে কোন ছাড় নেই। বর্তমানে অত্র এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।