
রবিউল ইসলাম। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মদ তৈরির উপকরণসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে রবিউল ইসলাম নামে এক ফল বিক্রেতাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মো. শাহিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রবিউল ইসলাম নামে এক ফলের দোকানদার ফলের দোকানের আড়ালে মদ তৈরির কাচামাল তৈরি করে আসছিলেন। এমন খবরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। সেসময় ৮০ লিটার মদ তৈরির উপকরণসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত রবিউল আঙ্গুরসহ বিভিন্ন ফল পচিয়ে তার রস মদ তৈরির কারখানায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।