Logo
×

Follow Us

জেলার খবর

পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাই, আটক ১৪

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১৭:০৩

পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাই, আটক ১৪

হামলায় আহত পুলিশ সদস্যরা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় এসআইসহ পুলিশের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় ছিনিয়ে নেওয়া হয় পুলিশের অস্ত্রও। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চকরিয়া থানার এসআই শামীম আল হাসান, কনস্টেবল তরিফুল ও কনস্টেবল মামুন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন নিয়মিত টহলের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। ওই সময় পাহাড়ি এলাকায় ধারালো অস্ত্র (কিরিচ) হাতে এক ব্যক্তিকে দেখে পুলিশ সদস্যরা তার দিকে যান।

তখন একদল অস্ত্রধারী পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হন এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুন। সন্ত্রাসীরা তাদের অস্ত্রও ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে সন্দেহজনক ১৪ জনকে আটক করে। আটকদের নাম পরিচয় এখনো জানানো হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫