Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ২১:২৭

নাটোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামি আনসার আলী। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় নারী ও শিশু নির্যাতন দমন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৮ এপ্রিল) ভোররাতে উপজেলার কুশাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামি আনসার আলী (৪২) উপজেলার কুশাবাড়ি গ্রামের মো. তফিজ উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৪ সালে সিংড়া উপজেলায় এক নারী আনছার আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১৯ বছর সাক্ষ্যপ্রমাণ শেষে গত ১৩ এপ্রিল নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আনছার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। পরে তাকে শুক্রবার ভোররাতে সিংড়া উপজেলার কুশাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমনের একটি মামলায় আসামি আনছার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সিংড়ায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫