নেত্রকোণায় ১০ হাজার কেজি চিনি জব্দ, আটক ৪

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ২১:৪০

ভারত থেকে আনা জব্দকৃত চিনি। ছবি: নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার বারহাট্টায় ভারত থেকে আনা ১০ হাজার ১০০ কেজি চিনিসহ চার কারবারিকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে চিনি জব্দ করা হয়। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি পিকআপ ভ্যানসহ একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে খোকন মিয়া (৩৮), নেত্রকোণা সদর উপজেলার মোবারকপুর (ধীতপুর) গ্রামের সোনা মিয়ার ছেলে জলিল মিয়া (৩১), বারহাট্টা উপজেলার ফকিরের বাজারের সন্তোষ করের ছেলে ভজন কর (৪৫) ও একই উপজেলার কর্ণপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে শফিকুল (২৬)।
তাদেরকে আজ শুক্রবার (২৮ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্ত এলাকা পেরিয়ে পিকআপ ও ইজিবাইক করে কলমাকান্দা উপজেলা দিয়ে বারহাট্টা হয়ে ভারতীয় চিনি পাচার হচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে কলমাকান্দা ঠাকুরাকোণা সড়কে সাড়ে ৮ টার দিকে বারহাট্টা উপজেলার উড়াদীঘি নামক স্থানে একটি পিকআপ ভ্যান থামিয়ে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ কেজি চিনিসহ কারবারি খোকন মিয়াকে আটক ও পিকআপ জব্দ করা হয়। রাত ৯টার দিকে একই সড়কের বাউশী এলাকায় আরেকটি পিকআপ ভ্যান অভিযান চালিয় ৩ হাজার কেজি চিনিসহ কারবারি জলিল মিয়াকে আটক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়। একই সড়কে রাত সাড়ে ৯টার দিকে বাইশদার এলাকা একটি ইজিবাইক অভিযান চালিয়ে ৬০০ কেজি চিনিসহ কারবারি ভজন কর ও শফিকুল ইসলামকে আটক ও ইজিবাইক জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, ১০ হাজার ১০০ কেজি চিনিসহ চার কারবারিকে আটক এবং চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি পিকআপ ভ্যান ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক চিনির মূল্য আনুমানিক ১১ লাখ ১১ হাজার টাকা এবং জব্দকৃত যানবাহনসহ মালামালের মূল্য ১৬ লাখ ৬১ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১ (বি) ধারার বিধানমতে মামলা রজু করে আদালতের মাধ্যম কারাগার পাঠানো হয়েছে।