Logo
×

Follow Us

জেলার খবর

সুনামগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ১৮:২২

সুনামগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

প্রতীকী ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চাচা-ভাতিজার সংঘর্ষে  ভাতিজা জামাল মিয়া (৩৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের আরো ১০জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১টার দিকে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের ঈশানকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে জগন্নাথপুরের সাহারপাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় ভাতিজা জামালের সঙ্গে চাচা হোসাইনের কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে রাত ১ টার দিকে ঈশানকোনা গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় চাচা হোসাইন মিয়ার লোকজনের হাতে ভাতিজা জামাল মিয়া (৩৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় জামাল মিয়াকে চিকিৎসার জন্য সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গ্রামে চাচা ভাতিজার আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জামাল মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫