Logo
×

Follow Us

জেলার খবর

যশোরে ৪ স্বর্ণের বার উদ্ধার

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ১৯:১৫

যশোরে ৪ স্বর্ণের বার উদ্ধার

বিজিবির অভিযানে উদ্ধারকৃত স্বর্ণের বার। ছবি: যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার মাসিলা সীমান্তে অভিযান চালিয়ে আধা কেজি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে সীমান্তের গদাধরপুর এলাকায় যায় বিজিবি। সেখান থেকে টহলদল সোনা পাচারকারী দলের এক সদস্যকে ধাওয়া করে পরে তার ফেলে যাওয়া একটি ব্যাগের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি সোনার বার উদ্ধার করে। যার ওজন ৫০০ গ্রাম। উদ্ধারকৃত সোনার বর্তমান মূল্য পঞ্চাশ লাখ টাকা। 

উদ্ধারকৃত সোনা যশোরের চৌগাছা থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫