Logo
×

Follow Us

জেলার খবর

ঋণ খেলাপির দায়ে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১২:০২

ঋণ খেলাপির দায়ে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল

সা‌বেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সা‌বেক মেয়র জাহাঙ্গীর আলমের ম‌নোনয়নপত্র বা‌তিল ঘোষণা করা হ‌য়ে‌ছে। এদিকে জাহাঙ্গীরের মা জা‌য়েদা খাতুনের বৈধতা ঘোষণা ক‌রে‌ছেন রিটার্নিং কর্মকর্তা। 

আজ রবিবার (৩০ এপ্রিল) সকা‌লে গাজীপু‌রের তাজ উদ্দীন আহ‌মেদ অডিটরিয়া‌মে আনুষ্ঠা‌নিক বাচাই অনুষ্ঠা‌নে এ ঘোষণা দেওয়া হয়। 

রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোয়নপত্র বা‌তিল করা হ‌য়ে‌ছে বাংলা‌দেশ ব‌্যাং‌কের ঋণ খেলাপির অভিযো‌গে। অগ্রণী ব্যাংক থে‌কে এক‌টি ‌পোশাক কারখানার ঋণের জা‌মিনদার তিনি। 

এসময় ৯ জ‌নের বৈধতা ঘোষণা ক‌রে‌ছেন রিটার্নিং কর্মকর্তা। 

বৈধ প্রার্থীরা হলেন, জাতীয় পা‌র্টির ম‌নো‌নিত প্রার্থী এম এম নিয়াজ উ‌দ্দিন, গণফ্রন্টের আ‌তিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র প্রার্থী হারুন অর র‌শিদ, স্বতন্ত্র সরকার শাহানুর ইসলাম র‌নি, আওয়ামী লীগ ম‌নো‌নিত প্রার্থী আজমত উল্লা খান, ইসলামী আন্দোলন বাংলা‌দেশ গাজী আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও মেয়র জাহাঙ্গীর আল‌মের মা জা‌য়েদা খাতুন এবং জা‌কের প্রা‌র্টির ম‌নো‌নিত প্রার্থী ম‌নো‌নিত রাজু আহ‌মেদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫