Logo
×

Follow Us

জেলার খবর

দীঘিনালায় লজ্জাবতী বানর উদ্ধার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ২১:৩১

দীঘিনালায় লজ্জাবতী বানর উদ্ধার

বিপন্ন প্রায় লজ্জাবতী বানর। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় বিপন্ন প্রায় লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে। গতকাল শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দীঘিনালা বনবিহার সংলগ্ন সড়ক থেকে স্থানীয়রা বানরটি উদ্ধার করে। পরে স্নেকরেস্কিউ টিম বাংলাদেশ এর দীঘিনালা ইউনিটের সদস্যরা বন বিভাগের কাছে তা হস্তান্তর করে। 

স্নেক রেস্কিউ টিমের দীঘিনালা ইউনিটের প্রধান ইমরানুল হক মোবিন জানান, খাবারের খোঁজে হয়তো প্রাণীটি লোকালয়ে চলে এসেছিল। স্থানীয় লোকজন প্রাণীটি সম্পর্কে তেমন জানত না। তারা ভয়ে এটিকে আটক করেছিল। পরে তাদের বুঝিয়ে বলায় রাতেই বানরটিকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।

ঝুম নিয়ন্ত্রণ বিভাগ মেরুং রেঞ্জ কর্মকর্তা এহিয়া হোসেন বলেন, রবিবার সকালে লজ্জাবতী বানরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে পর্যবেক্ষণ শেষে  লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।

তিনি আরো জানান, লজ্জাবতী বানর সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত হওয়ায় গবেষণার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫