Logo
×

Follow Us

জেলার খবর

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৩, ১৮:২০

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ পালন করছেন বুড়িমারী স্থলবন্দরে কর্মরত শ্রমিকরা। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

ন্যায্য মজুরির দাবিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে কর্মরত শ্রমিকরা মহান মে দিবসে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিক্ষোভ শেষে আজ সোমবার (১ মে) দুপুরে বুড়িমারী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিকরা ন্যায্য মজুরিসহ সঞ্চয়ীকৃত অর্থ ফেরত, নির্বাচনের মাধ্যমে শ্রমিক নেতা নির্বাচন, বিভিন্ন সময়ে শ্রমিকদের নামে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদ জানান।

বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রায় দুই হাজারের বেশি শ্রমিক অংশ নেয়। ফেডারেশনের সভাপতি শামসুল হুদা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, একটি চিহ্নিত শ্রমিক সংগঠন দীর্ঘদিন যাবত বুড়িমারী স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের অধিকার বঞ্চিত করে আসছে। নির্বাচন ছাড়াই বছরের পর বছর পুরনো কমিটি দিয়ে শ্রমিকদের সঞ্চয়কৃত অর্থ আত্মসাৎ করে যাচ্ছে। এসময় অবিলম্বে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও সঞ্চয়ীকৃত টাকা ফেরতের দাবি জানান শ্রমিকরা।

এদিকে মহান মে দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা জাতীয় শ্রমিকলীগ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা খাতুনের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পরে শ্রমিকদের মাঝ খাবার বিতরণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫