
মে দিবসে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি। ছবি: বরিশাল প্রতিনিধি
মহান মে দিবস উপলক্ষে বরিশালে পৃথক কর্মসূচি পালন হয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠন, জেলা প্রশাসন এবং রাজনৈতিক দলের আয়োজনে সমাবেশ ও মিছিলে মিছিলে দিবসটি পালন করা হয়।
তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ব্যানারে কর্মসূচির আয়োজন করলেও দিবসটিতে পাল্টাপাল্টি সমাবেশ এবং মিছিল করেছে ক্ষমতাসীন দলের দুই গ্রুপ।
এর মধ্যে সকালে দলীয় কার্যালয়ের সামনে সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও প্রতিমন্ত্রী জাহিদ ফরুক শামীম অনুসারীরা এবং বিকালে বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ অনুসারীরা একই স্থানে কর্মসূচি পালন করে।
স্থানীয়রা বলছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের অস্তিত্বের জানান দিতেই আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। তবে কর্মসূচি মে দিবসের হলেও দুই পক্ষই মিছিল এবং সমাবেশে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণা করেন।
এর আগে দিবসটি উপলক্ষে আজ সোমবার (১ মে) সকাল ৯ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেল শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেন।
এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, একই সময় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, ন্যূনতম ২০ হাজার টাকা মজুরী, নিয়োগ ও পরিচয়পত্র, ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবিসহ বেশ কিছু দাবি জানিয়ে কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকাল সাড়ে ৯টায় নগরীর ফলপট্টি এলাকায় গণজমায়েত, আলোচনা সভা ও লাল পতাকা মিছিল করে তারা।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ইরারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, দোকান শ্রমিক ইউনিয়নসহ বেশ কিছু শ্রমিক সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। শুরুতে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে গণসংগীত পরিবেশন করা হয়। পরে হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি স্বপন দত্ত। বক্তব্য রাখেন, নৌযান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সপ্রু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্ত্তী।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক লীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সংলগ্ন সোহেল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সভাপতিত্ব করেন মহনগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম, যুবলীগের আহবায়ক নিজামুল ইলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা শ্রমীক লীগের সভাপতি শাজাহান হাওলাদারসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়া বিকাল ৪টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করে মেয়র সাদিক আবদুল্লাহ অনুসারী মহানগর শ্রমিকলীগের অপর অংশ। এতে সভাপতিত্ব করনে মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস।
এছাড়া প্রধান অতিথি ছিলেন- বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর। এছাড়া মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকনসহ দলীয় নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১১ টায় নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহনগর শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র্যালি বের করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
এসময় মহনগর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, দক্ষিণ জেলার আহবায়ক আবুল হোসেন খানসহ নেতৃবৃন্দ।
এছাড়া বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়নের আয়োজনে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
তাছাড়া সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে শ্রমিক সমাবেশ পরবর্তী লাল পতাকা মিছিল করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সমাবেশে সভাপতিত্ব করেন রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক। বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সহ-সভাপতি গোলাম রসুল, দপ্তর সম্পাদক শহীদ হাওলাদার প্রমুখ।
সমাবেশ চলাকালে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে নগরীতে একটি লাল পতাকা মিছিল বের করা হয়।