
ইন্দুরকানী নদী। ছবি: পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে নদীতে পরে মো. রুবেল কাজী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল ওই এলাকার মো. জামাল হোসেনের ছেলে।
স্বজনেরা জানান, বলেশ্বর নদীর পাশে ট্রলারে উঠে শিশু রুবেল খেলাধুলা করছিল। এসময় ট্রলার থেকে শিশুটি নদীতে পরে যায়। তার সাথে থাকা অন্য শিশুরা নদীতে পরে যাওয়ার খবর তার মা-বাবাকে জানায়। পরে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, নদীতে পরে শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে।