Logo
×

Follow Us

জেলার খবর

ঘুরতে গিয়ে নদে ভেসে উঠল মরদেহ

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৩, ১৩:৩৪

ঘুরতে গিয়ে নদে ভেসে উঠল মরদেহ

ব্রহ্মপুত্র নদ। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ১৮ ঘণ্টা পর জোহাহের আকসির জাহিন (১৭) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ মে) সকাল ৭টার দিকে মহানগরীর জেলখানা গুদারাঘাট এলাকায় ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ ভেসে উঠে। 

এর আগে, গত বুধবার (৩ মে) দুপুরে ব্রহ্মপুত্র নদে নেমে নিখোঁজ হয়েছিলেন জাহিন।

জাহিন মহানগরীর চরপাড়া নয়াপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। সে নটরডেম কলেজ ময়মনসিংহ শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বুধবার জাহিন তার বাবা রুহুল আমিনের সাথে কলেজ পরিবর্তন সংক্রান্ত কাজে নগরীর কাঠগোলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে যান। সেখান থেকে জাহিন তার বাবাকে বলে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হন। ঘুরতে বেরিয়ে দেড় থেকে দুই ঘণ্টা পার হলেও ছেলে ফিরে না আসায় বাবা জাহিনের মোবাইলে ফোন করেন। তবে, জাহিন ফোন রিসিভ করেননি। 

জাহিনের মা মাসুদা সুলতানা লিলিকে বিষয়টি জানানো হলে লিলি জাহিনের ফোনে কল করতে থাকেন। একপর্যায়ে নদের পাড়ে কাজ করা বালু শ্রমিক ফোন রিসিভ করে জানায় মোবাইলটি ব্রহ্মপুত্র নদের পাড়ে পেয়েছেন। পরে জাহিনের পরিবারের লোকজন নদের পাড়ে এসে জাহিনের ব্যবহৃত জুতা, চশমা খুঁজে পান। 

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নদে জাহিনকে খোঁজেন। তবে, তাকে খুঁজে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন। এই ঘটনার পরদিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্রহ্মপুত্র নদে মরদেহ ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, ধারণা করা হচ্ছে কলেজ পরিবর্তন করতে না পারার কষ্টে নদে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। কারণ সে সাঁতার জানতো না। বিনা-ময়নাতদন্তে মরদেহ নেয়ার জন্য নিহতের স্বজনরা আবেদন করলে, তাদেরকে মরদেহ বুজিয়ে দেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫