সংবাদ প্রকাশের জেরে প্রেসক্লাবে তালা দেয়ার ঘোষণা আ.লীগ নেতার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৩, ১৭:১৮

প্রেসক্লাব ভবনে তালা দেয়ার হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতা। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি
সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির সংবাদ প্রকাশের জেরে ভুঞাপুর প্রেসক্লাবে তালা দেয়ার ঘোষণা দিলেন আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহার। তিনি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা সিএনজি-অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক।
আজ বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ভুঞাপুর উপজেলা পরিষদ চত্বরে সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের ওই নেতা। এসময় সাংবাদিক আরিফুজ্জামান তপুকে ধাওয়া দেয় সভায় উপস্থিত শ্রমিকরা। ওই সাংবাদিক আত্মরক্ষার্থে ভুঞাপুর প্রেসক্লাবে আশ্রয় নেয়ায় সেখানেও হামলা চালায় তারা।
সভায় ভুঞাপুর উপজেলা সিএনজি-অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজহার বক্তব্যে ভাড়া বৃদ্ধির পক্ষে শ্রমিকদের ঐক্যবদ্ধ রাখতে সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যা দিয়েছেন তিনি। সাংবাদিকরা চাঁদাবাজি করলে সমস্যা নেই আমরা ভাড়া বৃদ্ধি করায় সমস্যা সৃষ্টি হয়েছে। ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছেন। সংবাদ প্রকাশের কারণে অবৈধ ভুঞাপুর প্রেসক্লাব ভবন উপজেলা চত্বর থেকে অন্যত্র সরিয়ে দেয়ার দাবি জানানোসহ প্রেসক্লাব ভবনে তালা দেয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি।
এসময় ভুঞাপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদসহ নানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভুঞাপুর উপজেলা সিএনজি-অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজহার বলেন, রাগের বসে ভুঞাপুর প্রেসক্লাব ভবন অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানানসহ তালা দেয়ার বক্তব্যটি দিয়েছি। তবে প্রেসক্লাব ভবনে হামলা বা সাংবাদিকদের ধাওয়া দেয়ার মত কোন ঘটনা ঘটেনি।
এসময় তিনি বলেন, ভাড়া বৃদ্ধির দাবি তোলা হলেও এখনো পূর্বের ভাড়া নিচ্ছেন শ্রমিকরা।
মুঠোফোন বন্ধ থাকায় ভুঞাপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ এর বক্তব্য নেয়া যায়নি।
ভুঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহআলম প্রামানিক বলেন, প্রেসক্লাবে হামলার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি নেয়া হবে।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, প্রেসক্লাবে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। প্রাথমিক যাচাই বাছাইয়ের পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, প্রেসক্লাবে হামলা ও সাংবাদিককে ধাওয়ার দেয়া ঘটনাটি শুনেছি। ভাড়ার বৃদ্ধির বিষয়ে শ্রমিক নেতারা আমার কাছে এসেছিল, আমি তাদের উপজেলা প্রশাসনসহ সকল নেতৃবৃন্দ নিয়ে সভার মাধ্যমে ও সরকারি বিধি মোতাবেক এ ব্যাপারে কি করা যায় সেই সিদ্ধান্ত নেবেন। শ্রমিক নেতৃবৃন্দকে আজ থেকে পূর্বের ভাড়া নিতে বলে দেয়া হয়েছে।