চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি, প্রাণ গেলো তরুণের

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৩, ২৩:৪৪
-6453ef19bad45.jpg)
ট্রেনের দরজায় সেলফি তোলার মুহূর্ত। ছবি: সংগৃহীত
খুলনায় চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ইসরাফিল (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ মে) বিকেলে ফুলতলার বেজেরডাঙ্গা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খুলনা রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাওয়া বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন নিহত ইসরাফিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলতলার বেজেরডাঙ্গা রেলস্টেশনে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তুলছিলেন ইসরাফিল। এসময় সিগন্যাল পোস্টে আঘাত লেগে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জিআরপি থানা পুলিশের এসআই শফিক জানান, নিহত যুবক যশোর ঝিকরগাছা থানার মোবারকপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।