
পাইপগান-গুলি। ছবি: নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভাব হয়নি। গতকাল শনিবার (৬ মে) রাতে কোম্পানীগঞ্জের চরফকিরা ভুমিহীন বাজার সংলগ্ন একটি বাগান থেকে এসব জব্দ করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জের চরফকিরা বাজারের পাশের বাগান থেকে একটি পলি ব্যাগের ভিতর থেকে দেশীয় পাইপগান এবং সবুজ রংয়ের তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অস্ত্রের মালিককের সন্ধানে তদন্ত চলছে।