
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি জেলা শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছে রাঙ্গামাটি পৌরসভা। আজ রবিবার (৭ মে) দুপুরে জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় এই অভিযান করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এসময় পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি ক্যালেক্টর (এনডিসি) মুহাম্মদ ইনামুল হাছান, পৌর কাউন্সিলর জামাল উদ্দিনসহ পৌরসভার পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানে জেলা শহরের সড়কের দুইপাশে ফুটপাত দখল করে থাকা ভ্যান ও অস্থায়ীভাবে বসা দোকানগুলো উচ্ছেদ এবং ভ্যানগুলো জব্দ করে পৌরসভায় নিয়ে আসা হয়। এছাড়া প্রধান সড়ক ও বাজারের দুইপাশে মোটরবাইক ও সিএনজি অটোরিকশা না রাখতে মাইকিং করা হয়। অন্যথায় ভবিষ্যতে জরিমানা আদায়ের ঘোষণা দেয়া হয়েছে।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলা শহরের ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং ও যানজট দেখা দেয়ায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী জানান, রাঙ্গামাটিকে যানজট মুক্ত রাখতে আমাদের এই অভিযান। আমরা সড়কের দুইপাশে যে সকল ভাসমান দোকান ও ভ্যানগাড়ি রেখে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে সেগুলো উচ্ছেদ করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।