Logo
×

Follow Us

জেলার খবর

উখিয়ায় ১২০ কোটি টাকার আইসসহ আটক ৪, অধরা গডফাদার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৩, ২১:১১

উখিয়ায় ১২০ কোটি টাকার আইসসহ আটক ৪, অধরা গডফাদার

র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত আইস। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অভিযানে চালিয়ে ২৪ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) চারজনকে আটক করেছে র‌্যাব-। জব্দ করা আইসের আনুমানিক বাজারমূল্য ১২০ কোটি টাকা।

গতকাল শনিবার (৬ মে) রাতে উপজেলার পালংখালি সফিউল্ল্যাহ কাটা এলাকা থেকে আইসসহ তাদের আটক করা হয়।

আজ রবিবার (৭ মে) দুপুর ১২টার দিকে র‌্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন- উখিয়ার পালংখালীর মৃত সিরাজুল ইসলামের দুই ছেলে ইমরান প্রকাশ ইরান মাঝি (৩৩) ও মো. রুবেল প্রকাশ রুবেল, উখিয়ার রাজাপালংয়ের মৃত আলী আহাম্মদের ছেলে মো. আলাউদ্দিন (৩৫) (সাবেক বরখাস্তকৃত পুলিশ সদস্য) ও টেকনাফের মৃত আব্দুল করিমের ছেলে জয়নাল আবেদীন প্রকাশ কালা বদা (৩৭)।


খন্দকার আল মঈন বলেন, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় আইসসহ চারজনকে আটক করা হয়। চালানটি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চা-পাতার বস্তায় করে বাংলাদেশে আনা হচ্ছিল।

তিনি আরো বলেন, আলাউদ্দিন মাদক পরিবহনের কারণেই বাংলাদেশ পুলিশ থেকে চাকরিচ্যুত হন। এর পরও সীমান্ত এলাকা দিয়ে তিনি পুনরায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবী পালংখালী ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফরুল  ইসলাম বাবুলসহ আরো একজন জনপ্রতিনিধি এই আইসের মূল মালিক। ইউপি সদস্য জাফরুলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫