Logo
×

Follow Us

জেলার খবর

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ২ কিশোরের মরদেহ উদ্ধার

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৩, ২১:৩৫

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ২ কিশোরের মরদেহ উদ্ধার

ব্রহ্মপুত্র নদের পাড়ে লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উদ্ধারকৃতরা হলেন- উপজেলার বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী (১৬) ও উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল আহমেদ (১৪)।

আজ সোমবার (৮ মে) বিকালে উপজেলাটির উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকায় এই ওই দুই কিশোর নিখোঁজ হয়। পরে রাত ৮ টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. দেলোয়ার হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিলেন ফয়সাল। ওই সময় গোসলে নেমে পৃথিবী নামে এক কিশোর ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ঝাপ দেয় ফয়সাল। এতে তিনি নিজেও নিখোঁজ হন।

দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজ দুইজনকে উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে তাদের হস্তান্তর প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫