Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে অপহরণকারী দুই রোহিঙ্গা গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১৪:০২

টেকনাফে অপহরণকারী দুই রোহিঙ্গা গ্রেপ্তার

টেকনাফ মডেল থানা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে চোরাই মোবাইলসহ অপহরণকারী দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্প এলাকার বাসিন্দা মো. রশিদের ছেলে আমান উল্লাহ (২৩) এবং একই ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. শফি (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। 

তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণকারী আমান উল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের শিকার ফয়সালের ব্যবহৃত মোবাইলসহ মো. শফিরকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। অপহরণের মূল উদ্দেশ্য উদঘাটনসহ জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলেল ডেইল এলাকার সাবেক ইউপি সদস্য বাবুলের ছেলে ফয়সালকে অপহরণ করা হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যান। পরবর্তীতে তিনি উদ্ধার হন এবং টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫